ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ আজ পাকিস্তানের রাজধানী কাবুলের পশ্চিম দিকে ‘কাজ় এডুকেশন সেন্টার’ নামক শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক পরীক্ষা চলাকালীন আচমকা বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ১০০ জনের। আর আহতের সংখ্যাও অনেক। তবে নিহত ও আহতের সংখ্যা আরো বাড়তে পারে।
সূত্রের ভিত্তিতে জানা যায়, তালিবানের নিরাপত্তারক্ষীরা এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। মূলত অতীতে কাবুলের ওই এলাকায় একাধিক বার হামলা হয়েছে। ওই এলাকায় সংখ্যালঘুদের বাস হওয়ায় তাদেরকেই বার বার নিশানা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসে তালিবানরা আফগানিস্তানে ক্ষমতায় এসে জানিয়েছিল, “দেশে শান্তি প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।” কিন্তু গত কয়েক মাসে তালিবান শাসিত আফগানিস্তান থেকে নাগরিকদের ক্ষমতা খর্ব করার অভিযোগ সহ একাধিক হামলা, বিস্ফোরণ এবং বিভিন্ন অশান্তির খবর এসেছে। অর্থাৎ দেশ জুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ মাথা চারা দিয়ে উঠেছে।