নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ কোচবিহারের তুফানগঞ্জ দু’নম্বর ব্লকের রামপুর এক নম্বর ও দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাতের কয়েক মিনিটের ঝড়ে শতাধিক বাড়ি পুরোপুরি ভেঙে পড়লো। এছাড়া রামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রমপাড়া এলাকায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
এমনকি বারোবিশা-রামপুর রাজ্য সড়কে গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ের দাপটে একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। টিনের চাল উড়ে যায়। গুরুতর আহত দু’জনকে আলিপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতেরবেলা থেকেই যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্য শুরু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
ঝড় থেমে গেলে তুফানগঞ্জ দু’নম্বর ব্লকের বিডিও প্রসেনজিৎ কুণ্ডু ঘটনাস্থলে গিয়ে এলাকা পরিদর্শন করে জানান, ‘‘প্রায় ৬০ থেকে ৭০ টি বাড়ি সম্পূর্ণ ভাবে ভেঙে গিয়েছে। ঝড়ের তাণ্ডবে যাদের ঘর-বাড়ি ভেঙেছে তাদের থাকার জন্য বিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্প তৈরী করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি যাদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল সহ খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে দেওয়া হচ্ছে।’’