ব্যুরো নিউজঃ আমেরিকাঃ শিরোনাম দেখে চমকে উঠছেন? কিন্তু আমেরিকার টেক্সাসের টেক্সারকানা শহরের বাসিন্দারা এই অবিশ্বাস্যকর ঘটনার সাক্ষী। যেখানে অতি স্মপ্রতি দেখা গেলো যে বৃষ্টির ফোঁটার সাথে আকাশ থেকে শ’য়ে শ’য়ে মাছ, কাঁকড়া ও ছোটো ছোটো ব্যাঙ পড়ছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, আচমকা বিকেলবেলা টেক্সারকানা শহরের বাসিন্দারা ঝড়-বৃষ্টি চলাকালীন বিকট এক শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে দেখেন আকাশ থেকে একাধিক মাছ, ছোটো ছোটো ব্যাঙ এবং ছোটো ছোটো কাঁকড়াও ঝরে পড়ছে।
Sponsored Ads
Display Your Ads Here
টেক্সারকানা শহরের সরকারী ফেসবুক পেজ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে একটি পোস্টে লেখা হয়েছে, ‘‘২০২১ সাল তার ঝুলি থেকে যে সমস্ত কৌশল বের করেছে মৎস্যবৃষ্টি এর মধ্যে অন্যতম। এমন বৃষ্টি তখনই হয় যখন কোনো জলাশয়ের উপরিভাগে থাকা ছোটো ছোটো প্রাণীগুলি ঝড়ের দাপটে ভূপৃষ্ঠের ওপরে উঠে যায় ও পরে সেগুলো বৃষ্টির সাথেই বৃষ্টির আকারে পড়তে শুরু করে।
Sponsored Ads
Display Your Ads Hereএটি একটি অস্বাভাবিক ঘটনা। যা টেক্সারকানা শহরের বহু বাসিন্দা এই ঘটনার সাক্ষী থেকেছেন’’। পাশাপাশি এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই পোস্টটি রীতিমতো ভাইরাল হয়ে যায়।