নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ এ যেন চরম নৃশংসতা!! সম্প্রতি হনুমানের পর এবার পথ কুকুরদের হত্যার ঘটনা প্রকাশ্যে এলো। কর্ণাটক জুড়ে পশুহত্যার ঘটনা বেড়েই চলেছে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, বেঙ্গালুরু থেকে ২৭০ কিলোমিটার দূরে কর্ণাটকের শিভামোজ্ঞা জেলার ভদ্রবতী তালুকে গ্রামের পঞ্চায়েত আধিকারিকরা শতাধিক কুকুরকে খুন করে মাটিতে মেরে পুঁতে দিলো। পুলিশ এই ঘটনায় ওই গ্রামের পঞ্চায়েত আধিকারিকদের বিরুদ্ধে মামলা রুজু করেছে।
এদিন শিভামোজ্ঞা অ্যানিমাল রেসকিউ ক্লাবের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর পুলিশের সহায়তায় কুকুরের মৃতদেহগুলি উদ্ধার করেন। পশু উদ্ধারকারী দলের সদস্যরা মনে করছেন যে কিছু কুকুরকে জ্যান্তও জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কুকুরদের সংখ্যা ঠিক কতো ছিল তা নিশ্চিত ভাবে বলা সম্ভব হয়নি।
ইতিমধ্যে পুলিশ গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি কিছুদিন আগে কর্ণাটকেরই হাসান জেলায় দেড়শো হনুমানকে খুন করা হয়েছিল। কর্ণাটক হাইকোর্টের তরফ থেকে অভিযুক্তদের খুঁজে বের করে শাস্তির নির্দেশও দেওয়া হয়েছিল।