নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ কোচবিহারের শীতলকুচির কলেজ ছাত্রীকে ধর্ষণ কাণ্ডের ঘটনায় সরগরম গোটা শীতলকুচি।
জানা গিয়েছে, গত মঙ্গলবার কলেজ যাবার পথে থার্ড সেমিস্টারের এক ছাত্রীকে তিন জন দুষ্কৃতী রাস্তা থেকে গাড়িতে তুলে একটি নির্জন বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে দরজা অবধি পৌঁছে দিয়ে চম্পট দেয়। এহেন অবস্থায় ওই ছাত্রী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেবার পর নিজের বাড়িতে চলে আসে।
এরপর গত বৃহস্পতিবার শীতলকুচি থানায় লিখিত অভিযোগ করেন করেন। অভিযোগের সূত্রে থানা কড়া পদক্ষেপ গ্রহণ করে। আর তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে বটে কিন্তু এখনো পর্যন্ত শীতলকুচি থানার পুলিশ বাকি দুই জনকে গ্রেপ্তার করতে পারেনি।
তাই রবিবার ওই কলেজ ছাত্রীর গণধর্ষণ কারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে শীতলকুচিতে তৃণমূল ছাত্র পরিষদের তরফে বিক্ষোভ মিছিল করে থানায় ডেপুটেশন প্রদান করা হয়। এছাড়া ছাত্র পরিষদের পড়ুয়ারা অভিযুক্তদের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী তুলে ফাঁসির দাবী জানান।
অন্যদিকে ওই ছাত্রীর গণধর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিজেপি বিধায়ক বরেন বর্মন ও কোচবিহারের চার বিধায়ক থানায় গিয়ে তাদের দাবী জানিয়ে আসেন। এমনকি বিজেপির চার বিধায়ক ধর্ষিতার বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করে আসেন।
তাছাড়া ডাং ধারী মাও মহিলা বাহিনী, তৃণমূল শিক্ষক সংগঠন এবং অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকেও স্মারকলিপি প্রদান ও দোষীদের গ্রেপ্তার করে কঠোরতম শাস্তির দাবী তোলা হয়।