নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ গতকাল রাতে লখনউয়ের লোকবন্ধু হাসপাতালে বিধ্বংসী আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। তবে কোনো হতাহতের খবর নেই।
জানা গেছে, হাসপাতালের দ্বিতীয় তলে প্রথম আগুন লাগে। সেখানে প্রায় চল্লিশ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। স্বাভাবিকভাবেই রোগী ও হাসপাতালের কর্মীরা সকলে ভয় প্রাণ ভয়ে ছোটোছুটি, হুড়োহুড়ি শুরু করেন। এরপর হাসপাতালের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সবরকম চেষ্টা করার পাশাপাশি দমকল বিভাগকে খবর দেন। দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। এছাড়া হাসপাতালের বৈদ্যুতিক লাইন বন্ধ করে অন্ধকারের মধ্যেই সবাইকে কোনোক্রমে হাসপাতাল থেকে বের করে আনতে হয়।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যে দু’শো জন রোগীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু আগুন লাগলো কিভাবে তা স্পষ্ট ভাবে জানা না গেলেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দমকলের কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেছেন।
Sponsored Ads
Display Your Ads Here