নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ আজ মহারাষ্ট্রের বুলঢানাতে বাস ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ জন আহত হয়েছেন। এছাড়া গাড়িটিও প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আবার ওই দুর্ঘটনা থেকে উদ্ধারের আগেই অন্য একটি বাস এসে ওই দুর্ঘটনাগ্রস্ত বাস ও বোলেরো গাড়িটিকে সজোরে ধাক্কা মারে।
সূত্রের খবর, বোলেরোটি শেগাঁও থেকে কোলহাপুরের দিকে যাচ্ছিল। তখনই পুণে থেকে ফিরওয়াড়াগামী একটি বেসরকারী বাস এসে বোলেরোটিকে ধাক্কা মারে। পরে আবার একটি বাস এই দুর্ঘটনাগ্রস্ত বাস এবং বোলেরো গাড়ি দু’টিকে ধাক্কা মারলে তিনটি গাড়ি ভেঙে একেবারে চুরমার হয়ে গিয়েছে। পুলিশ এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এরপর আহতদের খামগাঁওর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে এখনো দুর্ঘটনার কারণ জানা যায়নি। আপাতত পুরো বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।