গভীর রাতে ভয়াবহ চুরি শান্তিপুরে
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ একই রাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র সহ পরপর প্রায় ৭ টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুরে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে শান্তিপুরের গোলায়দড়ি বটতলা এলাকায় পরপর বেশ কয়েকটি দোকান ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে হানা দেয় জনা কয়েক দুষ্কৃতী। ওই দুষ্কৃতীরা দোকান এবং গ্রাহক পরিষেবা কেন্দ্রের সাটারের তালা ভেঙে ভিতরে ঢুকে নগদ টাকা, কিছু দোকানের সামগ্রী এবং ব্যাংকের নথিপত্র সহ ল্যাপটপ নিয়ে চম্পট দেয়। বুধবার সকালে স্থানীয় মানুষজন প্রাতঃভ্রমনে বেরিয়ে পুরো বিষয়টি দেখতে পায়।
পরে স্থানীয়দের তরফ থেকে শান্তিপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। রাতের অন্ধকারে পরপর এইধরণের চুরির ঘটনায় স্বাভাবিক ভাবেই স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবছরে এই ধরণের চুরির ঘটনায় স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই তারা রাতের বেলা এলাকায় পুলিশী টহলদারির দাবী জানিয়েছেন।