নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিদ্যালয়ের ঘরও এক। শ্রেণীকক্ষও এক। এই একই ঘরের মধ্যে দু’জন শিক্ষক একই ব্ল্যাকবোর্ডে কেউ এক দিকে হিন্দি পড়ালেন আর আরেক জন অপরদিকে উর্দু পড়ালেন। আর এই বিরল দৃশ্যটি প্রথম বিহারের কাটিহারের আদর্শ মিডল স্কুলে দেখা গেছে।
কিন্তু ইতিমধ্যে বিহারের এই বিদ্যালয়ের এই দৃশ্য দেখে সেই রাজ্যের শিক্ষাব্যবস্থার হাল নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। কেউ কেউ মন্তব্য করেছেন যে, “সরকার শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে।”
বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুমারী প্রিয়ঙ্কা এই প্রসঙ্গে জানান, “২০১৭ সালে রাজ্য শিক্ষা দপ্তর উর্দু প্রাথমিক বিদ্যালয়কে তাদের বিদ্যালয়ে স্থানান্তিরত করায় পড়ুয়াদের সংখ্যা বেড়েছে। কিন্তু ক্লাস ঘরের সংখ্যা না বাড়ায় বাধ্য হয়ে একই ঘরের মধ্যে একসাথে একই ব্ল্যাকবোর্ডে দু’টি বিষয় পড়াতে হচ্ছে।”
কাটিহার জেলা শিক্ষা আধিকারিক কামেশ্বর গুপ্ত বলেন, “আদর্শ মিডল প্রাথমিক স্কুলে আলাদা ভাবে উর্দু প্রাথমিক বিদ্যালয়কে জায়গা দেওয়া হবে। এর জন্য একটি ঘর আলাদা ভাবে দেওয়া হবে। একই ঘরের মধ্যে একই ব্ল্যাকবোর্ডে ভাগাভাগি করে দু’টি বিষয় পড়া ও পড়ানো দুটোই সমস্যার।”