নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গতকাল আবার জলপাইগুড়ির ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত উত্তর শালবাড়ি এলাকা থেকে একটি অল্পবয়সী হিমালয়ের কালো ভালুক (হিমালয়ান ব্ল্যাক বিয়ার) উদ্ধার করা হয়। যা দেখতে এলাকায় ভিড় উপচে পড়ে।
স্থানীয় সূত্রের জানা গেছে, গতকাল বিকেলবেলা ওই এলাকার বেশ কিছু বাসিন্দা একটি ঝোপের মধ্যে কালো জন্তু দেখতে পান। প্রথমে অনেকেই বুনো শুয়োর মনে করেছিল। কিন্তু সামনে গিয়ে দেখেন সেটি একটি ভালুক। এরপর বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডকে খবর দেওয়া হলে রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়।
অনেক চেষ্টার পর ভালুকটিকে কাবু করতে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে জাল দিয়ে ধরা হয়। তারপর ভালুকটিকে গরুমারা প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পরে বন আধিকারিকদের সিদ্ধান্ত অনুযায়ী ভালুকটিকে যথাযথ জায়গায় ছেড়ে দেওয়া হবে।
জলপাইগুড়ির ‘অনারারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী’ বলেন, ‘‘ভালুকটি জঙ্গল ছেড়ে এলাকায় বেরিয়ে এসেছে কিভাবে তা বন দপ্তরের তরফ থেকে বিশেষ একটি দল গঠন করে খতিয়ে দেখা হচ্ছে। আর প্রায়শই ভালুকের লোকালয়ে চলে আসার কারণ খুঁজতে গোটা উত্তরবঙ্গ জুড়ে সমীক্ষা করা হচ্ছে’’।