চয়ন রায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা বিজেপি যুব মোর্চার কর্মী অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত মৃতদেহ কাশীপুরে রেল কোয়ার্টারের একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয়। এই ঘটনায় কলকাতা হাইকোর্ট বিচারবিভাগীর হস্তক্ষেপের দাবীতে জনস্বার্থ মামলা করার অনুমতি দিল।
এদিন বিজেপির তরফে জরুরী ভিত্তিতে আইনজীবী সুবীর সান্যাল প্রধান বিচারপতির হস্তক্ষেপের আর্জি জানিয়েছিলেন। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সেই আবেদন গ্রহণ করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, অর্জুনের ঝুলন্ত অবস্থায় পা মাটিতে ঠেকে ছিল। আত্মহত্যা করলে এমনটা হতে পারে না। এটা খুন করা হয়েছে। অনেক দিন ধরেই অর্জুন তৃণমূলের নজরে ছিল। ঘর ছাড়াও থাকতে হয়েছে। এছাড়া তার নিখোঁজ হওয়ার কথা চিৎপুর থানায় জানানো সত্ত্বেও পুলিশ পাত্তা দেয়নি।
এদিকে অর্জুনের দেহ উদ্ধার করে পুলিশ তড়িঘড়ি ময়নাতদন্ত করাতে চাইছে কেন সেই নিয়ে সুবীর সান্যাল প্রশ্নও তোলেন। এছাড়া তার দাবী, “এখনই রাজ্যের সরকারী চিকিৎসকদের দিয়ে এখনই ময়নাতদন্ত না করিয়ে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের বিশেষজ্ঞদের এনে ময়নাতদন্ত করা উচিত”।