অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ দক্ষিণ কলকাতার বাঘাযতীনে একটি ফ্ল্যাটবাড়ি হেলে পড়েছে। তবে ওই আবাসনে আপাতত কোনো বাসিন্দা থাকছিলেন না। তাই বড়ো দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। এছাড়া বিপর্যয় মোকাবিলা দল ও পুরসভার আবাসন বিভাগের আধিকারিকেরাও এসে পৌঁছেছেন। এছাড়া যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার এবং স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ সদস্য মিতালি বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত হয়েছেন। গোটা আবাসন হেলে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যাচ্ছে, ‘শুভ অ্যাপার্টমেন্ট’ নামের এই আবাসন কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনীতে অবস্থিত। আবাসনটির প্রতিটি তলায় দু’টি করে ফ্ল্যাট রয়েছে। কিন্তু আবাসনটি এক দিকে হেলে যাওয়ায় গত ১৭ ই ডিসেম্বর থেকে প্রোমোটার রক্ষণাবেক্ষণের কাজ শুরু করায় আপাতত ফাঁকা ছিল। কিন্তু এদিন প্রথমে আবাসনটি নীচের তলা হুড়মুড়িয়ে ভেঙে আচমকা হেলে পড়ে। যা দেখে এলাকাবাসীরা দৌড়ে আসেন। পরে কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা দাসগুপ্ত খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ গার্ডরেল করে পুরো এলাকা ঘিরে দেয়। স্থানীয়দের একাংশের দাবী, “ওই আবাসনটি নিয়ম মেনে তৈরী করা হয়নি। ওই অঞ্চলে পুরসভা তিন তলা ফ্ল্যাট বানানোর অনুমতি দেয়। তবে সেই নিয়ম ভেঙে চার তলা ফ্ল্যাট তৈরী করা হয়েছিল। আর অনেক আগেই ফাটল দেখা দিয়েছিল। ওই সময় পুর কর্তৃপক্ষের তরফে ওই আবাসনের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে পরে আবার অনেকে সেখানে গিয়ে বসবাস করতে থাকেন।
Sponsored Ads
Display Your Ads Here
যাদবপুরের তৃণমূল বিধায়ক এই ঘটনা প্রসঙ্গে বলেন, “বাড়িটি দশ থেকে বারো বছরের পুরোনো। ফ্ল্যাটবাড়ির কর্তৃপক্ষ হরিয়ানার একটি সংস্থার সাহায্য নিয়ে লিফ্ট করার চেষ্টা করছিলেন। তবে এই ধরণের কাজের ক্ষেত্রে অনুমতি নিতে হয়। সেই অনুমতি নেওয়া হয়নি।” যদিও ওই আবাসনটি হেলে পড়েছে কিভাবে, তা এখনো অবধি স্পষ্ট ভাবে জানা যায়নি। এদিনের এই ঘটনা ২০২৩ সালের ১৭ ই মার্চের গার্ডেনরিচের বেআইনী নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ার স্মৃতি উস্কে দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here