চয়ন রায়ঃ কলকাতাঃ আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নবম-দশম শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সিবিআই চাইলে যেকোনো সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে।
আদালতের তরফ থেকে নতুন করে অভিযোগ দায়ের করে মামলার তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা শান্তিপ্রসাদ সিনহা সহ জড়িত অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করবে।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমার নামে বার কাউন্সিল থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি দেওয়া হয়েছে। আমি জানি ওই চিঠি কে লিখেছেন। আমাদের চিঠির ভাষা থেকে শেখা উচিত। আমাকে বিচারপতি কারনানের সাথে তুলনা করা হয়েছে।’’