অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ভারত-পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতিতে কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সিআইএসএফের সমস্ত কর্মীদের ছুটিও বাতিল করে দেওয়া হয়েছে। যারা ছুটিতে ছিলেন, তাদেরও ফিরে আসতে বলা হয়েছে। গতকালই যাত্রীদের সুরক্ষার বিষয়ে সিআইএসএফের ডিআইজি বিমানবন্দর কর্তৃপক্ষের ডিরেক্টর ও বিভিন্ন এয়ারলাইন্সের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে।
কাশ্মীরে পহেলগাঁওয়ের হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরী হয়েছে। ভারত “অপারেশন সিঁদুরে”র মাধ্যমে পাকিস্তানকে জবাব দিয়েছে। এরপরও পাকিস্তান জম্মু-কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাবের একাধিক জায়গায় লাগাতার ড্রোন-মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। তবে ভারত প্রতিটি হামলাই আটকে দিয়েছে। এই পরিস্থিতিতে বিমানবন্দরগুলিতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কুড়িটি বিমানবন্দরে নোটাম জারি করা হয়েছে। বাকি একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতেও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
সূত্রের খবর, আজ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুরক্ষা নিয়ে ডিসি ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি ভিডিয়ো কনফারেন্স করবে। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) কর্মীদের সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। যারা আগে ছুটিতে গিয়েছিলেন, তাদেরকেও কল ব্যাক করানো হয়েছে। অবিলম্বে ডিউটিতে যোগ দিতে বলা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যেই বিমানবন্দরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দর চত্বরে অ্যারাইভাল, ডিপারচারে কোনো গাড়ি দাঁড়াতে দেওয়া হচ্ছে না। অসামরিক উড়ান পরিবহন মন্ত্রকের তরফে দেশের সমস্ত বিমানবন্দরগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যাত্রীদের উড়ানের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে বলা হয়েছে। আর দেড় ঘণ্টা আগেই গেট বন্ধ করে দেওয়া হবে।
Sponsored Ads
Display Your Ads Here