নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ একটানা তিন দিন অবিশ্রান্ত বৃষ্টি হওয়ার ফলে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের একাধিক মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। প্রশাসনের তরফ থেকে বেশ কিছু পরিবারকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।
এলাকার বাসিন্দারা মনে করছেন যে, মূলত জলনিকাশী ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণে জল জমে গিয়ে ওই মাটির বাড়িটি ভেঙে পড়ে যায়। একজন প্রত্যক্ষদর্শী বৃদ্ধা বলেছেন, “ক্ষতিগ্রস্ত মাটির বাড়ির মধ্যে থেকে একজন মহিলা বেরিয়ে এলেও তার ১২ বছরের নাতি ওই ঘরের মধ্যে চাপা পড়ে যায়। এরপরে স্থানীয়দের সহায়তায় ১২ বছরের নাতিকে উদ্ধার করা হয়। কিন্তু নাতি হালকা আঘাত পেলেও এখন সুস্থ আছে। পাশাপাশি অবস্থিত প্রায় সমস্ত বাড়িগুলি হেলে গেছে”।
Sponsored Ads
Display Your Ads Here
পাঁশকুড়া পৌরসভার পৌরপ্রধান ক্ষতিগ্রস্ত সমস্ত বাড়ির মানুষজনদেরকে অন্যত্র থাকার ব্যবস্থা করেছেন। অন্যদিকে এলাকার কাউন্সিলর শেখ সমিরুদ্দিন এলাকা পরিদর্শনে যান। এর সাথে সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here