চয়ন রায়ঃ কলকাতাঃ তীব্র দাবদাহের পর আচমকা গতকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টিপাতের জেরে কিছুটা হলেও স্বস্তির আভাস মিলল। আবার আজ সকাল হতেই মেঘাচ্ছন্ন আকাশে হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ বাড়বে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টির জেরে আগামী বুধবার থেকে শুক্রবার অবধি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। কিন্তু বাতাসে অনবরত জলীয় বাষ্প ঢুকে পড়ায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
Sponsored Ads
Display Your Ads Here
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশী। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯২ শতাংশ রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় সপ্তাহজুড়ে সিকিম এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাত হবে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টিপাত হবে।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি লাদাখ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর ও হিমাচলপ্রদেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। ২১ শে জুলাই পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের উত্তরে এই ভারী বৃষ্টিপাত জারি থাকবে।