ব্যুরো নিউজঃ আফগানিস্তানঃ উত্তর আফগানিস্তানের বাঘলান প্রদেশে হড়পা বানের জেরে ইতিমধ্যে দু’শোর বেশী মানুষের মৃত্যু হয়েছে। গতকাল রাত থেকেই অস্বাভাবিক বৃষ্টিপাত হয়। এই বন্যার জলে কয়েক হাজার ঘর-বাড়ি ভেসে গেছে।
আজ রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, এদিন সকালবেলাও বৃষ্টিপাত হয়। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির বেগ বৃদ্ধি পেতে থাকে। আর বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে হাজার হাজার ঘর-বাড়ি ভেঙে গিয়ে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র বাঘনল প্রদেশে জাদিদ জেলাতেই দেড় হাজারের অধিক ঘর ভেঙে গিয়ে একশো জনের মৃত্যু হয়েছে। বাঘনাল ছাড়াও দেশের উত্তরাঞ্চলের তাকহার প্রদেশেও অতি বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
Sponsored Ads
Display Your Ads Hereপাশাপাশি, ঘোর প্রদেশ, বাদাকশান প্রদেশ ও হেরারও বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু বন্যা পরিস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানীদের একাংশের দাবী, ‘গত শীত আফগানিস্তান তুলনামূলক শুষ্ক ছিল। ফলে মাটির পক্ষে জলশোষণ করা কঠিন ছিল। এহেন পরিস্থিতিতে আচমকা বর্ষণে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।”