অনিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কাটায়ো থানা এলাকার চুরপুনি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে মিড ডে মিলে পড়ুয়াদের ফল দেওয়া হচ্ছিল। কিন্তু এক জন সহ শিক্ষক ওই সব ফলের গুণমানের পাশাপাশি ফল কেনার খরচ নিয়ে প্রশ্ন তুলতেই প্রধানশিক্ষকের সঙ্গে বচসায় জড়ালেন।
যা হাতাহাতি পর্যায়ে চলে যায়। শেষে আহত প্রধানশিক্ষক চিৎকার করে বিদ্যালয়ের বাইরে লোক জড়ো করেন। ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক প্রসেনজিৎ চন্দের অভিযোগ, ‘‘তিনি সহ শিক্ষক তথা সিপিএমের শিক্ষক সংগঠনের নেতা কৌশিক দের হাতে প্রহৃত হয়েছেন।’’ তবে কৌশিকবাবুর দাবী, ‘‘শুধু ঠেলাঠেলি করা হয়েছিল।’’
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এই ঘটনায় এলাকাবাসীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে এনে প্রসেনজিৎবাবুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এদিকে তিনি কৌশিকবাবুর বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করে জানান, ‘‘তিনি রাজ্য সরকারের সাধু উদ্যোগ, মরসুমি ফল বিতরণ কর্মসূচীকে বদনাম করার জন্য এই নোংরা কাজ করেছেন।’’
জেলা তৃণমূল শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায় বলেন, ‘‘খুবই লজ্জার ও নিন্দনীয় ঘটনা। এখনো অবধি কয়েক জন শিক্ষক রাজ্য সরকারের বদনাম করার জন্য এই সব নোংরামি করছেন। আশা করি, পুলিশ প্রশাসন সঠিক ব্যবস্থা নেবে।’’ পুলিশ ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের অভিযোগের ভিত্তিতে ওই ঘটনার তদন্ত শুরু করেছেন।