মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ সকালবেলা উত্তর চব্বিশ পরগণার বেড়াচাঁপার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নন্দীপাড়া-কুচেমোড়া এলাকার একটি পটল ক্ষেত থেকে ৩৫ বছর বয়সী এক গৃহবধূর অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দেগঙ্গা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতদেহের রক্তমাখা জামা-কাপড়ের সাথে সাথে ঘটনাস্থল থেকে মদের বোতলের ছিপি, কয়েকটা গ্লাস ও কয়েকটি গুটখার প্যাকেট উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে ওই মহিলাকে ফাঁকা মাঠে নিয়ে এসে মদ্যপান করিয়ে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
আপাতত পুলিশ ওই ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এলাকার বাসিন্দারা পুলিশের কাছে অপরাধীদের শাস্তির দাবী জানিয়েছেন। যদিও এখনো পর্যন্ত ওই মহিলার কোনো পরিচয় জানা যায়নি।