Reading Mode

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিঃ দিল্লির প্রেমনগর এলাকায় মত্ত ৯০ বছর বয়সী বৃদ্ধা ঠাকুমাকে খুন করাঅবস্থায়র অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। অভিযুক্ত যুবক ৩০ বছর বয়সী শাহরুখ।

অভিযোগ ওঠে, গত রবিবার ওই যুবক মদ্যপ অবস্থায় বাড়ি গিয়ে নেশার ঘোরে ঠাকুমাকে ধাক্কা মারে। তাতে বৃদ্ধার মাথায় আঘাত লেগে মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের কাছে যে নম্বর মারফত ঘটনাটি জানা যায় পরে ওই ফোন নম্বরটি বন্ধ ছিল। আর ওই নম্বরটি মিনা নামের এক জন মহিলার নামে রেজিস্টার করা আছে। এরপর খুঁজে খুঁজে তার বাড়িতে হাজির হয়ে বৃদ্ধার দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

বৃদ্ধার মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান নাতির ধাক্কায় বৃদ্ধা চিৎ হয়ে পড়ে গিয়েছিলেন। এই ঘটনার মৃতার ছেলে এফআইআর দায়ের করলে পুলিশ তার ভিত্তিতেই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩২৩, ৫০৬ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছেন। এছাড়া তদন্তের মাধ্যমে বিশদে আরো তথ্য জানার চেষ্টা চলছে।