নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ গত বৃহস্পতিবার রাতেরবেলা উত্তরপ্রদেশের মইনপুরী জেলার বিকাপুর গ্রামে বিয়েবাড়িতে রসগোল্লা খাওয়া নিয়ে ঝামেলার জেরে এক প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগ উঠল চার জন যুবকের বিরুদ্ধে। নিহত প্রৌঢ় হরিয়ানার বাসিন্দা রণবীর সিংহ। বয়স ৫০ বছর।
সূত্রের খবর, রণবীরবাবু কনের আত্মীয় ছিলেন। অভিযোগ, রাম কিশোর নামে রণবীরের এক আত্মীয় এক অভিযুক্তকে একটি বালতিতে রাখা রসগোল্লা খেতে বাধা দেয়। যা নিয়েই গোলমাল শুরু হয়।
এই ঘটনায় রণবীরবাবুকে অভিযুক্ত চার জন যুবক লাঠি ও লোহার রড দিয়ে মারধর করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। রাম কিশোরকেও মারধর করার জেরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে রণবীরবাবুর দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। জেলার পুলিশ সুপার রাজেশ কুমার জানান, ‘‘এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত অজয়, ভরত, রজত এবং সত্যবানের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।’’