নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আজ থেকে আবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানী শুরু হওয়ায় ব্যবসায়ী মহল স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ব্যবসায়ী মহলের দাবী, ‘‘শেষ তিন দিনে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।’’
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জন্য গত ৪ ঠা আগস্ট থেকে ভারত সরকার সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানী প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয়। ফলে বিভিন্ন পণ্যবোঝাই লরি সীমান্তের কাছেই সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে। টানা তিন দিন সীমান্তে ওই ভাবে থাকার পরে আবার এদিন সীমান্ত পার করে বাণিজ্যিক আদানপ্রদান শুরু হয়েছে। লরিচালকদের কথায়, ‘‘আবার যান চলাচলে অনুমতি না পেলে বিশাল আর্থিক ক্ষতির মধ্যে পড়তাম।’’
তবে এদিন শুধুমাত্র ভুটানের গাড়িগুলিকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। অন্য দিকে, আওয়ামী লিগের দরকারে সীমান্তে ব্যবসায়ীদের মধ্যে আমদানি-রপ্তানীর এক রকম নিয়ম ছিল। কিন্তু, নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর কোনো পরিবর্তন হবে কি না, তা নিয়ে ব্যবসায়ী মহল যথেষ্ট উদ্বিগ্ন।
‘ফুলবাড়ি ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের’ সম্পাদক শুভঙ্কর নস্কর জানান, ‘‘গত কয়েক দিনে প্রায় চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। দু’দেশের কথাবার্তার পর আজ থেকে পণ্যবাহী ট্রাকের যাতায়াত শুরু হয়। বাংলাদেশে নতুন সরকার গঠন হওয়ার পরে নিয়মের কোনো পরিবর্তন হবে কি না তা নিয়ে খানিকটা চিন্তায় আছি।’’ অন্য দিকে, পেট্রাপোল সীমান্ত দিয়ে আপাতত আমদানি-রপ্তানীর কোনো সম্ভাবনা নেই। তবে বাংলাদেশ থেকে আসা একের পর এক ভারতীয় ট্রাক পণ্যবোঝাই অবস্থাতেই ঠায় দাঁড়িয়ে আছে।