নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে এক জন ব্যক্তিকে ব্যাগ নিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে আরপিএফের সন্দেহ হতেই আরপিএফ ও জিআরপি যৌথ ভাবে অভিযান চালায়।
এরপর ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হলে কোনো সদুত্তর না পাওয়ায় ব্যাগে তল্লাশি চালানো হয়। আর ব্যাগে তল্লাশি চালাতেই নিরাপত্তাকর্মীরা একেবারে নির্বাক হয়ে পড়ে। দেখা যায়, ব্যাগে বিপুল পরিমাণে সোনার গহনা ঠাসা রয়েছে। ওজন করে দেখা যায়, ব্যাগে দুই কেজি ৬৮০ গ্রাম সোনা রয়েছে। যার বাজারমূল্য ১ কোটি ৩৭ লক্ষ টাকা।
কিন্তু গহনার কোনো বৈধ কাগজপত্র ছিল না। এর জেরে ওই ব্যক্তিকে আটক করে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, ৪২ বছর বয়সী ওই ব্যক্তির নাম বিভাস আদক। বাড়ি হাওড়া জেলার জয়পুরে। আপাতত পুলিশ ওই গহনাগুলি বাজেয়াপ্ত করেছে। তবে ওই বিপুল পরিমাণ সোনার গহনা কোথা থেকে পাওয়া গিয়েছে তা জানার চেষ্টা চলছে।