নিজস্ব সংবাদদাতাঃ পেট্রাপোলঃ আবারও সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় কালো কাপড়ে মুড়ে সীমান্ত দিয়ে বেশ কয়েক কোটি টাকার সোনা পাচার আটকানো গেল। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ৯৮ লক্ষ টাকা।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্তরক্ষী বাহিনী পেট্রাপোলে যানবাহন তল্লাশির সময় একটি ট্রাকের চালকের আসনের তলায় কালো কাপড়ে মোড়া একটি প্যাকেট দেখতে পান। সেই প্যাকেট থেকে ৭০ টি সোনার বিস্কুট ও তিনটি সোনার বার উদ্ধার হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় রাজ মণ্ডল নামে এক জন ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি অন্য একটি ঘটনায় একটি মোটরসাইকেলের আসনের নীচ থেকে কালো কাপড়ে মোড়া অবস্থায় চারটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় মাহরুফ মণ্ডল নামে মোটরবাইক আরোহীকে গ্রেফতার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনী দু’টি পৃথক ঘটনায় দু’জন পাচারকারীকে গ্রেফতার করেছে। দু’টি ঘটনায় মোট ১১.৬২ কিলোগ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এছাড়া দু’টি ঘটনাতে উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য সাড়ে ছয় কোটি টাকার বেশী।
Sponsored Ads
Display Your Ads Here