নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাইঃ পাচারকারীরা শুল্ক বিভাগের আধিকারিকদের নজর এড়িয়ে বিদেশ থেকে সোনা পাচার করে দেশে আনতে বিভিন্ন উপায় অবলম্বন করে। আর এবার চকোলেট গুঁড়োর সাথে সোনা মিশিয়ে পাচার করতে গিয়ে বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন তামিলনাড়ুর এক বাসিন্দা।
শুল্ক বিভাগ সূত্রে খবর অনুযায়ী, এক ব্যক্তি দুবাই থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চেপে তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন। কিন্তু ওই ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় তাকে শুল্ক বিভাগের আধিকারিকরা আটকান। এরপর তল্লাশি চালানোর সময় চকোলেট গুঁড়োর তিনটি কৌটো ব্যাগ থেকে বেরিয়ে আসে।
সেই কৌটোগুলি ভালো করে খতিয়ে দেখতে ওই কৌটো থেকে ২১১ গ্রাম সোনার গুঁড়ো সহ ১৭৫ গ্রামের তিনটি সোনার চেনও উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২১ লক্ষ ৫৫ হাজার টাকা। এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেন।