নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গোপন সূত্রে খবর পেয়ে ডিআরআই (ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স) অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে এক সোনা পাচারকারীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে প্রায় দু’কেজি চোরাই সোনা উদ্ধার করা হয়েছে।
সূত্রে্র ভিত্তিতে জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশনে রাজধানী এক্সপ্রেস থেকে নামা এক ব্যক্তিকে প্রথমে আটক করা হয়। কিন্তু ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে কিছুক্ষণ পর ওই ব্যক্তির ট্রলির হাতল থেকে চারটি সোনার টুকরো উদ্ধার হয়। ওই সোনার ওজন ১ কেজি ৯৯১ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৬৫ হাজার টাকা।
জানা গিয়েছে, ধৃত মহারাষ্ট্রের বাসিন্দা দিলীপ মানে। দিলীপ ওই সোনা নিয়ে ভারত-মায়ানমার সীমান্ত থেকে মণিপুর হয়ে অসমে পৌঁছেছিল। এরপর গুয়াহাটি থেকে রাজধানী এক্সপ্রেসে করে কানপুরে পৌঁছানোর উদ্দেশ্য ছিল। তদন্তকারীরা অভিযুক্তকে গ্রেপ্তার করে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক ১৬ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।