ব্যুরো নিউজঃ ইজরায়েলঃ ইজরায়েলের প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইজরায়েল অ্যান্টিকস অথরিটির ওপর। অতি সম্প্রতি প্রত্নতাত্ত্বিকবিদরা ইজরায়েলের ইয়াভনে শহরের কাছে খনন কার্য চালানোর সময় কলস ভরা সোনার মুদ্রা উদ্ধার করে।
অ্যান্টিকস অথরিটির দু’জন প্রত্নতত্ত্ববিদ এলিয়ে হাদাদ এবং লিয়াত নাদাভ জিভ জানান, মোট ৪২৫ টি ছোটো-বড়ো আকারের প্রাচীন স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে। এই মুদ্রার বেশীরভাগই ১১০০ বছরের পুরোনো আব্বাসীয় আমলের। এই মুদ্রাগুলি খাঁটি সোনা দিয়ে তৈরি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, নবম শতাব্দীর শেষ সময়টা সাম্রাজ্যের বহুদূর বিস্তার ঘটেছিল। তাই কথিত আছে ওই সময়টা আব্বাসীয় খিলাফতে স্বর্ণ যুগ ছিল।
অ্যান্টিকস অথরিটির অন্যতম একজন মুদ্রা বিশেষজ্ঞ রবার্ট কুল জানিয়েছেন, “উদ্ধারপ্রাপ্ত স্বর্ণ মুদ্রাগুলিতে যে চিহ্ন পাওয়া গেছে তা দেখে আব্বাসীয় খিলাফতের সময়ের মনে করা হলেও এই বিষয়ে আরো গবেষণা করা প্রয়োজন। কারণ এখনো আব্বাসীয় খিলাফত সম্পর্কে অনেক তথ্য সম্পূর্ণ অজানা। ফলে উদ্ধার হওয়া স্বর্ণমুদ্রা থেকে নানা অজানা তথ্য জানা সম্ভব বলে আশাবাদী তিনি”।
Sponsored Ads
Display Your Ads Hereসূত্রের খবরের ভিত্তিতে জানা যায়, ইজরায়েলে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন যুগের বহু প্রাচীন স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে।