নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল সন্ধ্যাবেলা হুগলীর পাণ্ডুয়ার দ্বারবাসিনী এলাকায় বাড়ি ফাঁকা পেয়ে সাত বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় নাবালিকার মা-বাবা দু’জনেই বাড়ির বাইরে ছিলেন। সেই সময় প্রতিবেশী যুবক সুজন বাউল দাস ওই নাবালিকার বাড়িতে এসে নাবালিকাকে টিভি দেখানোর নাম করে বাড়িতে নিয়ে গিয়ে যৌন অত্যাচার চালায়। তখন নাবালিকা যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার করলে সেই চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর ওই নাবালিকার মা-বাবাকে খবর দেওয়া হয়। তারপর ওই নাবালিকাকে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে ওই নাবালিকা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ বিরাজ চৌধুরী ওই নাবালিকাকে দেখতে হাসপাতালে উপস্থিত হন। এমনকি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের শাস্তির দাবী করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
ওই নাবালিকার মামা পাণ্ডুয়া থানায় সুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেই রাতেরবেলা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে। পাশাপাশি পুরো বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখছে।