নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ আজ দুপুরবেলা প্রায় ১২ টা নাগাদ বাঁকুড়ার কোতুলপুরের শিরোমণিপুর আচমকা বজ্রাঘাতে মৃত্যু হয়েছে একজন ব্যক্তির। মৃত যুবকের নাম উজ্জ্বল দাস। বয়স ২৩ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল কাজ শেষ করে বাড়ি ফেরার পথে যমুনা নামক জায়গায় রাস্তার ধারে দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। সেখানে আকস্মিকভাবে বজ্রাঘাত হয়। বজ্রাঘাতটি গাছের উপর পড়ায় গাছটির একটি বৃহত্ ডাল ওই যুবকের মাথার উপর ভেঙে পড়া র ফলে ঘটনাস্থলেই মারা যান।
এই ঘটনার পরই তড়িঘড়ি আশেপাশের লোকজন ছুটে এসে উজ্জ্বলকে তুলে নিয়ে গিয়ে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের ঘাগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে চিকিত্সকরা উজ্জ্বলকে মৃত বলে ঘোষণা করে।
এরপর মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।