নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ পুরুলিয়ার বেলমা অঞ্চলের হিড়বহাল গ্রামে একই মন্দিরে মা কালীর সাথে পিরবাবা পূজিত হন। গত পাঁচশো বছর ধরে এমনই আরাধনা চলে আসছে। যা সম্প্রীতির এক দারুণ নিদর্শন।
কথিত আছে, আনুমানিক প্রায় পাঁচশো বছর আগে এক জন সন্ন্যাসীর স্বপ্নে ভদ্রকালী এসে নির্দেশ দেন, তাঁর একটি মন্দির প্রতিষ্ঠা করে পুজোপাঠ করলে সিদ্ধিলাভ হবে। এরপর ওই সন্ন্যাসী ভদ্রকালীর স্বপ্নাদেশ মেনে গ্রামের অদূরে একটি মন্দির তৈরী করে মায়ের পুজো শুরু করেন। ওই সময় পিরবাবাও সন্ন্যাসীকে স্বপ্নে নির্দেশ দেন যে, তাঁরও একইসাথে ওই মন্দিরে পুজো করতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here
তাহলে ওই গ্রামের মানুষ মহামারী সহ অনেক রোগ থেকে মুক্তি পাবেন। পিরের স্বপ্নাদেশ পেয়ে সন্ন্যাসী একটু অস্বস্তিতে পড়লেও পরবর্তী কালে ওই গ্রামের মানুষের কল্যাণের কথা ভেবে একই মন্দিরে ভদ্রকালীর সাথে পিরবাবার পুজোপাঠও শুরু করা হয়। সেই থেকে আজও ধারাটি চলে আসছে।
Sponsored Ads
Display Your Ads Here