নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ সুদের টাকা সময় মতো শোধ দিতে না পারায় এক জন সরকারী কর্মীকে পূর্ব বর্ধমানের কাটোয়া আজিমগঞ্জ লাইনের কেতুগ্রামের শিবলুন স্টেশনের অম্বলগ্রাম রেল লাইনের কাছে তুলে নিয়ে গিয়ে বেঁধে রাখায় ট্রেনের আঘাতে ছিন্নভিন্ন হলো বাম পা। আহত ডান পা-ও।
জানা যায়, রুদ্রভৈরব মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তি সুদে অফিসের এক জন সহকর্মী ও তার বন্ধুর কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা ধার করেছিলেন। কিন্তু সেই টাকা শোধ করার পরও তারা সুদের টাকা বাবদ কয়েক লক্ষ টাকা দাবী করেছিলেন।
আর কয়েকদিন থেকে সেই টাকা ফেরত চেয়ে চাপ দিচ্ছিলেন। এরপর সন্ধ্যাবেলা নাগাদ শিবলুন গ্রামের বাড়ি থেকে কাটোয়ার বাড়িতে ফেরার সময় দুই জন মোটরবাইক নিয়ে রুদ্রভৈরববাবুর পথ আটকে জোর করে কিছু একটা খাইয়ে দেয়।
এই ঘটনায় তাকে গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পাশাপাশি জিআরপি এবং পুলিশ প্রাথমিক ভাবে তদন্ত শুরু করলেও পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।