নিজস্ব সংবাদদাতাঃ গোয়াঃ গত এক সপ্তাহ ধরে একটানা বৃষ্টিতে জেরবার গোয়া। ক্রমাগত বৃষ্টির জেরে কোথাও কোথাও বাড়ি ভেঙে পড়তে শুরু করে। ফলে রাজ্যের একাধিক মানুষকে ঘর-বাড়ি ছাড়তে হয়েছে।
গোয়ার ছয়টি জেলা জুড়ে তুমুল বৃষ্টির জেরে মানুষকে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে উত্তর গোয়ায় এক নাগাড়ে বৃষ্টির জেরে জল জমতে শুরু করেছে। এই বৃষ্টিপাতের ফলে পশ্চিমঘাট থেকে দক্ষিণ ভারতে কমপক্ষে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এক নাগাড়ে হওয়া বৃষ্টিপাতের কারণে বশিষ্টি নদীর জলস্তর বেড়ে যাওয়াতেই গোয়ার বেশ কিছু অঞ্চলে ধস নামে। আর এই ধস নামার কারণেই দুধসাগর-সোনাওলিম অঞ্চলে আচমকা ট্রেন দুর্ঘটনা ঘটে। যদিও যাত্রীদের দুর্ঘটনাগ্রস্থ কামরা থেকে অন্য বগিতে স্থানান্তরিত করায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, “একটানা বৃষ্টিতে কয়েক কোটির ক্ষতি হয়েছে। বিশেষ করে উত্তর গোয়ার পণ্ডা, বার্ডেজ, সাত্তারি, পারনেমে, বিচোলিম ও দানবানডোরাতে কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে”।
Sponsored Ads
Display Your Ads Here