নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় চলন্ত গাড়িতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কয়েক জন যুবকের বিরুদ্ধে। এটি গত ১৫ ই নভেম্বরের ঘটনা। গতকাল বিষয়টি প্রকাশ্যে এসেছে।
সূত্রের খবর, ওই কিশোরী বোনের সাথে এলাকায় একটি অনুষ্ঠান দেখতে যাচ্ছিল। ওই সময় গ্রামেরই কয়েক জন যুবক গাড়িতে করে সেখান থেকে যাচ্ছিল। আর তাদের দেখতে পেয়ে গাড়িতে ওঠার প্রস্তাব দেয়। তখন ওই কিশোরী ও তার বোন পরিচিত হওয়ায় গাড়িতে ওঠে। কিন্তু যুবকরা গাড়িটি নিয়ে অনুষ্ঠানস্থলের দিকে না গিয়ে একটি জঙ্গলে নিয়ে যায়।
এরপর সেখানে গাড়ির মধ্যে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। আর ওই কিশোরীর চিৎকার যাতে বাইরের কেউ শুনতে না পারেন তাই গাড়িতে গাড়িতে তারস্বরে গান চালিয়ে দেয়। পরে ওই কিশোরী বাড়িতে এই ঘটনার কথা জানালে পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হন। তবে প্রথমে পুলিশ অভিযোগ নেয়নি।
গত ১৮ ই নভেম্বর ডিন্ডোরি জেলা সদর অফিসে গিয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং পকসো আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনাটির তদন্তে নেমেছেন। এই ঘটনায় আপাতত এক জনকে গ্রেফতার করা হলেও বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।