দিল্লিঃ করোনা আবহে দেশে মার্চ মাস থেকে লকডাউন শুরু হওয়ার পর থেকেই দেশের অর্থনীতি একেবারে নিম্নমুখী হয়ে পড়েছে। বারবারই GDP হ্রাস হয়েছে। তবে লকডাউনের পরবর্তীতে অর্থাৎ বর্তমান সময়ে GDP-র কিছুটা উত্থান হলেও দেশের অর্থনীতিতে মন্দা এখনও পর্যন্ত একইভাবে বজায় রয়েছে।
স্ট্যাটিটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, 2020-21 অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকের তুলনায় দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থনীতির হার কিছুটা হলেও লাভজনক। এপ্রিল-জুন মাসের প্রথম ত্রৈমাসিকে হ্রাস পেয়েছিল 23.9 শতাংশ। জুলাই-সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ত্রৈমাসিকে হ্রাস পেয়েছিল 7.5 শতাংশ। এই সময়ে কৃষি, গ্যাস, বিদ্যুৎ, মৎস্য ইত্যাদি ক্ষেত্রে ইতিবাচক বৃদ্ধির দিক লক্ষ্য করা যায়। কিন্তু তারপরেও ভারতের অর্থনীতির মন্দা পিছু হঠছে না।