Indian Prime Time
True News only ....

উত্থান হচ্ছে GDP-র তবু মন্দা কাটছে না দেশের বাজারে

দিল্লিঃ করোনা আবহে দেশে মার্চ মাস থেকে লকডাউন শুরু হওয়ার পর থেকেই দেশের অর্থনীতি একেবারে নিম্নমুখী হয়ে পড়েছে। বারবারই GDP হ্রাস হয়েছে। তবে লকডাউনের পরবর্তীতে অর্থাৎ বর্তমান সময়ে GDP-র কিছুটা উত্থান হলেও দেশের অর্থনীতিতে মন্দা এখনও পর্যন্ত একইভাবে বজায় রয়েছে।

স্ট্যাটিটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, 2020-21 অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকের তুলনায় দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থনীতির হার কিছুটা হলেও লাভজনক। এপ্রিল-জুন মাসের প্রথম ত্রৈমাসিকে হ্রাস পেয়েছিল 23.9 শতাংশ। জুলাই-সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ত্রৈমাসিকে হ্রাস পেয়েছিল 7.5 শতাংশ। এই সময়ে কৃষি, গ্যাস, বিদ্যুৎ, মৎস্য ইত্যাদি ক্ষেত্রে ইতিবাচক বৃদ্ধির দিক লক্ষ্য করা যায়। কিন্তু তারপরেও ভারতের অর্থনীতির মন্দা পিছু হঠছে না।

Get real time updates directly on you device, subscribe now.