চয়ন রায়ঃ কলকাতাঃ ১৯ শে ডিসেম্বর আইপিএলের নিলাম। আর এর আগেই কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান, লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীরকে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে ঘোষণা করলেন। ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে আইপিএলে জিতেছিলেন। এবার নতুন দায়িত্ব পেলেন।
তাঁকে মেন্টর করে শাহরুখ খান জানান, “গৌতম গম্ভীর আমাদের পরিবারের সদস্য ছিল। অধিনায়ক থেকে মেন্টর হল। গৌতম গম্ভীরের অভাব বোধ করছিলাম। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে গৌতম গম্ভীরের জুটি দেখার জন্য মুখিয়ে আছি। ওরা হারতে জানে না। কেকেআরের জন্য ওরা ম্যাজিক তৈরী করবে।”
এদিকে নতুন দায়িত্ব পেয়ে গৌতম গম্ভীর বলেন, “আমি আবেগে ভেসে যাই না। কিন্তু এই ঘটনা আমার মধ্যেও আবেগ এনে দিয়েছে। আমি সেই জায়গায় ফিরে গিয়েছি, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। আমার গলা বুজে আসছে। তবে বুকে আগুন অনুভব করছি এটা ভেবে যে, আবার কেকেআরের জার্সি পরতে পারব। আমি শুধু কেকেআরে ফিরছি না। আমি কলকাতায় ফিরছি। জয়ের খিদে নিয়ে ফিরছি। আমি কেকেআরের ২৩ নম্বর। আমি কেকেআর।”
উল্লেখ্য, গৌতম গম্ভীর লখনউ দলের মেন্টর থেকে আগেই ছুটি নিয়েছিলেন। তাই ওই সময় মনে করা হয়েছিল আগামী বছর লোকসভা নির্বাচন থাকার কারণে বিজেপি সাংসদ গৌতম গম্ভীর আইপিএলের দায়িত্ব থেকে সাময়িক ভাবে সরে গিয়েছেন। তবে চলতি বছর কেকেআরে যোগ দেওয়ায় গোটা দল আবার জয়ের আশা দেখতে শুরু করেছে।