রায়া দাসঃ কলকাতাঃ জ্বালানী মূল্য ক্রমাগত বেড়েই যাচ্ছে। দু’দিন এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর আজ ফের পেট্রোল ও ডিজেলের দাম বাড়লো।
আজ কলকাতায় যথাক্রমে পেট্রোলের দাম ৩৪ পয়সা এবং ডিজেলের দাম ৩৫ পয়সা বৃদ্ধি পেয়েছে। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৮ টাকা ৪৫ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ৯৯ টাকা ৭৮ পয়সায় এসে দাঁড়িয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এদিকে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ডিজেলের দামে সেঞ্চুরি পার করেছে। নদীয়া, দার্জিলিং, বীরভূম, কোচবিহার, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার এবং দক্ষিণ চব্বিশ পরগণায় ডিজেলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গেছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code