চয়ন রায়ঃ কলকাতাঃ এবার স্কুল ফি মামলায় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বিদ্যালয়ের বেতন না মেটালেও বেসরকারী স্কুল কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় বাধা সৃষ্টি করতে পারবেন না।
এর আগে আদালত নির্দেশ দিয়েছিল, অভিভাবকদের ১০০ শতাংশ বেতন মিটিয়ে দিতে হবে। কিন্তু তা নিয়ে বিভিন্ন স্কুলে সমস্যার অভিযোগ উঠতে থাকে। কোথাও অভিযোগ ওঠে, বেতন না দেওয়ায় পড়ুয়াদের অনলাইন ক্লাসে অংশ নিতে দেওয়া হচ্ছে না। আবার কোথাও অভিযোগ ওঠে পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে না।
Sponsored Ads
Display Your Ads Here
ফলে এই সমস্যার বিরুদ্ধে অভিভাবকদের একাংশ শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। মামলাকারী বলেন, ‘‘গত অক্টোবরে ১০০ শতাংশ বেতন মেটানোর যে নির্দেশ এই আদালত দিয়েছিল সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। সোমবার সেই মামলার শুনানি। তাই এই মামলার শুনানি স্থগিত রাখা হোক’’।
Sponsored Ads
Display Your Ads Here
আজ স্কুলের আইনজীবী আদালতকে জানান, এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ অধ্যক্ষকে বার বার ডেকে পাঠিয়ে হেনস্থা করছে। এছাড়া হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে শিক্ষা দপ্তরের কাছে স্কুলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও সুপারিশ করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদালত ওই বেসরকারী স্কুল নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে নিষেধ করেছে। আর আগামী ১৭ ই ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
