নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কেন্দ্রীয় শ্রমমন্ত্রক পিএফের টাকা বন্টনের পথ মসৃণ করতে চাইছে। আর তাই যারা এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আওতায় রয়েছেন তারা আগামী বছর থেকেই পিএফের টাকা এটিএম থেকে সরাসরি তুলতে পারবেন। এদিন শ্রমমন্ত্রকের সচীব সুমিতা দাওরা এই ঘোষণা করেছেন।
সুমিতা দাওরা জানান, ‘‘পিএফের ক্লেইমগুলো দ্রুত মেটানো ও এর প্রক্রিয়া সহজ করাই লক্ষ্য। যিনি পিএফের টাকা তোলার যোগ্য, তিনি যাতে সহজেই লাভবান হন, সেই উদ্দেশ্যেই এই প্রক্রিয়া। এর ফলে এটিএম থেকে নিজেই টাকা তুলে নিতে পারবেন। প্রতিনিয়ত প্রযুক্তি এগোচ্ছে। আরো অনেক কিছুর ক্ষেত্রে দ্রুত এমন পরিবর্তন দেখা যাবে। আমার বিশ্বাস, ২০২৫ সালের জানুয়ারী মাসের মধ্যেই এর বড়ো প্রভাব দেখা যাবে।’’
ইপিএফওর আওতায় অন্তত সাত কোটি চাকরীজীবী রয়েছেন। অনেকেরই টাকা ম্যাচিওরিটি হয়ে গিয়েছে। এতদিন এই টাকা তুলনামূলক জটিল পদ্ধতিতে তুলতে হত। যা অনেকের পক্ষেই কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। আগামী দিনে এই পথ যাতে সহজ হয়, সেই কারণেই শ্রমমন্ত্রকের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।