নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ শ্রীরামপুর লোকসভার অর্ন্তগত হাওড়ার ডোমজুড়ের দেবী পাড়ায় বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিজেপির ওই কার্যালয়ে টেবিল-চেয়ার ভাঙচুর করা হয় বলে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী-সমর্থককে আটক করা হয়েছে। এদিকে তৃণমূল ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের বিরুদ্ধে ভোটারদের গালিগালাজ করার অভিযোগ তুলেছে। অন্যদিকে, সকালবেলা থেকেই বনগাঁ লোকসভার একাধিক জায়গা অশান্ত।
গয়েশপুরের বেদীভবনের কাছে রাস্তার উপর বিজেপির শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এছাড়া বিজেপি কর্মী জয়ন্ত জয়ধরকেও রাস্তায় ফেলে রড-বাঁশ-লাঠি দিয়ে মারধর করা হয়েছে। এই ঘটনায় বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ঘটনায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর আহত কর্মীদের দেখতে কল্যাণী এমসে যান। ইতিমধ্যে নির্বাচন কমিশন এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।