আর্থিক দুর্নীতি মামলায় আটক প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ গতকাল মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে আর্থিক দুর্নীতি মামলায় একটানা ১২ ঘণ্টা জেরার পর রাতেরবেলা ইডির (Enforcement Directorate) হাতে গ্রেপ্তার হতে হলো।

সূত্রের ভিত্তিতে জানা গেছে, লাগাতার জেরা করার সময় অনিল দেশমুখের জবাব অসঙ্গত হওয়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনিল দেশমুখকে গ্রেপ্তার করতে বাধ্য হয়।


উল্লেখ্য, শিল্পপতি মুকেশ আম্বানীর বাড়ির সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার করার পরই গত মার্চ মাসে অনিল দেশমুখ তত্‍কালীন পুলিশ কমিশনার পরমবীর সিংকে সরিয়ে দেন। এরপর পরমবীর সিং মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখে অনিল দেশমুখের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনেন। 


পরমবীর সিং জানান, “প্রতিমাসে আম্বানীকাণ্ডে ধৃত পুলিশ অফিসার শচীন ভাজ়ে ও এসিপি সঞ্জয় পাটিলকে ১০০ কোটি টাকা তোলাবাজির লক্ষ্যমাত্রা দিয়েছিলেন। এর জন্য মুম্বইয়ের ১৬০০ বার রেস্তোরাঁকেও চিহ্নিত করেছিলেন”।


এই বিষয়টি আদালত অবধি গড়ালে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। তারপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও আর্থিক তছরূপের মামলা দায়ের করে। জানা গিয়েছে, ইডি আধিকারিকরা ৪ কোটি টাকা তছরূপের খোঁজ পেয়েছেন। আম্বানীকাণ্ডে অভিযুক্ত শচীন ভাজ়ের মাধ্যমে হাতবদল হয়ে তা অনিল দেশমুখের কাছে এসেছিল।

এর আগে মুম্বই পুলিশের তরফে জানানো হয় যে, তোলাবাজি মামলায় পরমবীর সিংয়ের বিরুদ্ধেও লুকআউট নোটিশ জারি করা হয়েছে। কিন্তু গত ৪ ঠা মে’র পর থেকে পরমবীর সিং এর কোনো খোঁজ নেই।

সোমবার অনিল দেশমুখ এক ভিডিয়ো পোস্ট করে দাবী জানিয়েছেন, “আমাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভুয়ো”। এরই মধ্যে সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জেরা করার পর জবাব সন্তোষজনক না হওয়ায় অনিল দেশমুখকে গ্রেপ্তার করা হয়।

আজ অনিল দেশমুখকে স্থানীয় আদালতে তোলা হবে। সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রবীণ এনসিপি নেতা অনিল দেশমুখকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930