নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ অনবরত পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে এবার কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের সম্মতির পর প্রতিটি গাড়িতে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন বাধ্যতামূলক করতে চলেছে।
ফ্লেক্স ফুয়েল গাড়িতে পেট্রোল-ডিজেলের সাথে ইথানল মিশিয়ে গাড়ি চলবে। ফ্লেক্স ফুয়েল গাড়ির ইঞ্জিন বিশেষভাবে তৈরী হয়। একের অধিক জ্বালানীতে এই গাড়ি চলবে। ফ্লেক্স ফুয়েল চালিত গাড়ি ফ্রান্স, জার্মানি, ব্রাজিল ও সুইডেনে অত্যন্ত জনপ্রিয়।
এই প্রসঙ্গে নীতিন গড়কড়ি জানিয়েছেন, ‘”আমরা প্রতিটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার ক্ষেত্রে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন বাধ্যতামূলক করতে চলেছি। সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়া হয়েছে। সম্মতি এলে সমস্ত প্রস্তুতকারী সংস্থাকে এই অর্ডার পাঠিয়ে দেওয়া হবে”।
এদিকে পেট্রোল-ডিজেলের লাগাতার দাম বৃদ্ধির মতো এই চরম পরিস্থিতিতে যদি প্রতিটি গাড়িতে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন চালু হয় তাহলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন ।