নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ বৃহস্পতিবার রাতেরবেলা কেদারনাথ যাওয়ার পথে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে গুপ্তকাশী-গৌরীকুণ্ড মহাসড়কে তারসালির কাছে ধসের জেরে মৃত্যু হয়েছে ৫ জন পুণ্যার্থীর। মৃতরা তিন জন গুজরাতের বাসিন্দা। আর বাকি দু’জন হরিদ্বারের বাসিন্দা।
সূত্রের খবর অনুসারে জানা গিয়েছে, পাহাড় থেকে তীর্থযাত্রীদের গাড়ির উপর মাটি ও পাথর পড়ার ফলেই গাড়ির মধ্যে থাকা ওই পাঁচ জন পুণ্যার্থীর ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে। এদিকে রাস্তার ষাট মিটার অংশ সম্পূর্ণ ধসে গিয়েছে।