চয়ন রায়ঃ ইএম বাইপাসের ধারে পূর্বাশা নামক একটি বহুতল আবাসনের ধারে অবস্থিত বস্তিতে হঠাৎই ভয়ানক আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় অনেকগুলি ঝুপড়ি। এমনকি সেই আগুন থেকে শীঘ্রই পাশের একটি আবাসনেও আগুন লেগে যায়। স্থানীয়রা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি ক্রমশ জটিল হতে দেখে দমকলে খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন আসে। ও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একের পর এক মোট ১৫ টি ইঞ্জিন এসে পৌঁছায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। কিন্তু এই অগ্নিকাণ্ডের ফলে যানচলাচলেও বিঘ্ন ঘটে।
মর্মান্তিক এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন দমকল মন্ত্রী সুজিত বসু, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তারপরই সেখানে আসে মুচিপাড়া, নারকেলডাঙা সহ মোট চারটি থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। পূর্বাশা আবাসন থেকে আবাসিকদের নিরপত্তার কথা ভেবে অন্যত্র সরিয়ে দেওয়া হয়।
পুরমন্ত্রী জানান, যেসব ক্ষতি হয়েছে তার পুনর্নিমাণ করে দেওয়া হবে। তবে ঘটনার কারণ সম্পর্কে কোনো হদিশ পাওয়া যায়নি। কিন্তু পুরো বিষয়টি পুলিশের পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে। শীতের রাতের এ হেন নির্মম ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঘর হারানো অসহায় মানুষগুলোর মধ্যে।