চয়ন রায়ঃ কলকাতাঃ দুপুরে মানিকতলায় অগ্নিকাণ্ডের পর সন্ধ্যেবেলা পুনরায় বাগবাজারে আগুন লেগে তোলপাড় শহর কলকাতা। পরপর সিলিন্ডার ফেটে কার্যত এই দুর্ঘটনা ঘটেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে।
দমকল বাহিনীকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের ২৭ টি ইঞ্জিন এসে পৌঁছায়। তবে দমকল বাহিনীর আসতে দেরী হওয়ায় ঘিঞ্জি এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আর বাগবাজার উইমেন্স কলেজের পাশের বস্তিতে আগুন লাগায় পাশে মা সারদার বাড়ির উদ্ভোধন কার্যালয়ে আগুন লেগে প্রচুর নথিও পুড়ে ছাই হয়ে যায়।
প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত হন শশী পাঁজা ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মুখ্যমন্ত্রীর নির্দেশে গঙ্গাসাগর থেকে দ্রুত ফিরে ঘটনাস্থলে পৌঁছান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের ৪ টি কমিউনিটি হল এবং বাগবাজার উইমেন্স কলেজে থাকতে দেওয়ার পাশাপাশি তাদের খাবার সহ শীত বস্ত্র প্রদান করা হয়। এছাড়াও তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দেন।
আগামীকাল ঘটনাস্থলে আসবেন ফরেন্সিক দল। এই ঘটনায় উত্তর কলকাতার যানচলাচল অনেকটাই বিঘ্ন ঘটে। তবে শীতের রাতে এইধরণের মর্মান্তিক ঘটনা অত্যন্তই দুঃখজনক।