নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ পাঞ্জাবের চণ্ডীগড়ে এবার পুলিশের একজন হেড কনস্টেবলকে ডিম চুরি করতে দেখা গেল। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা ভাইরাল হয়েছে যা দেখে হতবাক সকলে।
জানা যায়, একজন ডিম বিক্রেতা রাস্তার ধারে ভ্যান দাঁড় করিয়ে কোথাও গেছিলেন। সেই সময় পাঞ্জাবের ফতেহগড় সাহিব থানায় কর্তব্যরত প্রীতপাল সিং নামে একজন হেড কনস্টেবল সেই সুযোগ নিয়ে রাস্তার পাশে দাঁড় করানো একটি ভ্যানগাড়ি থেকে দিব্যি কয়েকটা ডিম চুরি করে নিজের পকেটের মধ্যে রাখছিলেন। এরপর ডিম বিক্রেতা ফিরে আসায় ওই হেড কনস্টেবল এমন ভাবে সরে গিয়েছেন যে ডিম বিক্রেতা কোনো কিছু টেরই পাননি। আর এই ঘটনার পর তাকে সাসপেন্ড করা হয়েছে।
Punjab Police India