নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরঃ রবিবার সকালবেলা ৭টা থেকে ১০টা অবধি মণিপুরের চূড়াচাঁদপুরে আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি জেরে সরকার তিন ঘণ্টার জন্য কার্ফু তুলেছিল। এই তিন ঘণ্টা সাধারণ মানুষ বাড়ির বাইরে বেরোতে পারবেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার সুযোগ দেওয়ার জন্য সাময়িক ভাবে এই কার্ফু তুলে নেওয়া হয়েছে।
গত বুধবার থেকে এখনো পর্যন্ত মণিপুর হিংসার জেরে ৫৪ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কোথাও কোথাও কার্ফু জারি করা হয়েছে। এমনকি রাজ্যের একাংশে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় তফশিলী জনজাতি (এসটি) তকমার দাবীতে আন্দোলন করছেন।
Sponsored Ads
Display Your Ads Here
বুধবার মণিপুরী ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অব মণিপুর’ (এটিএসইউএম) এই দাবীর বিরোধীতা করে একটি মিছিল বার করেছিল। সেখান থেকেই সংঘাতের সূচনা। যা ক্রমে বৃদ্ধি পেতে থাকে। এক সময় পরিস্থিতি প্রশাসনের হাতের বাইরে চলে যায়। ইম্ফলের বিস্তীর্ণ এলাকায় ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বোমা-গুলির শব্দে শহর কেঁপে ওঠে। ফলে বহু মানুষ ভিটেমাটি ছেড়ে প্রাণের ভয়ে মণিপুর ত্যাগ করতে বাধ্য হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here