নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর চন্দননগরে এটিএমে টাকা ভরার কথা থাকলেও তা না করে নিজেরাই হাতিয়ে নিয়েছিলেন কয়েক জন কর্মী। তবে পুলিশ এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে তিন জনকে গ্রেফতার করেছেন। কিন্তু মূলচক্রী এখনো অধরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তিন জন হলেন সন্তু দত্ত, সঞ্জিত পাত্র ও সঞ্জিত সরকার। তারা একটি সংস্থার হয়ে টাকা নিয়ে গিয়ে এটিএমে ভরার কাজ করতেন। গত ২ রা মে ওই কর্মীদের চন্দননগরের এটিএমগুলিতে যে পরিমাণ টাকা রাখার কথা ছিল তা রাখেননি। এছাড়া গত বেশ কয়েক দিন ধরে এমন ঘটনা ঘটছিল।
এরপর গত ৫ ই মে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ উঠেছিল যে, অভিযুক্তরা প্রায় দেড় কোটি টাকা চুরি করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে ৬০ লক্ষ টাকা উদ্ধার করেছেন। আপাতত বাকি টাকা উদ্ধার করার জন্য তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। পাশাপাশি পুলিশ মূলচক্রীর খোঁজ চালানো হচ্ছে।