মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ অবশেষে প্রায় ৫৪ ঘন্টা ধরে দমকল কর্মীদের তীব্র প্রচেষ্টার পর নিউ ব্যারাকপুর বিলকান্দা এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত তালবান্দা শিল্প তালুকের গেঞ্জি কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য যে, বুধবার ভোররাতে গেঞ্জি কারখানা ও তার পার্শ্ববর্তী অ্যাপোলো ফার্মেসির গোডাউনে ভয়াবহ আগুন লাগে। দমকল বাহিনীর ১৪ টি ইঞ্জিন এসেও আগুন নেভেনি। এরপর আগুন নিয়ন্ত্রণে আনার জন্য রোবট ফায়ার ফাইটার নামানো হয়। তারপর শেষ পর্যন্ত অনেক চেষ্টার মাধ্যমে ৩৮ ঘণ্টা কেটে যাওয়ার পর সেই আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল বাহিনীদের সূত্রে জানা যায়, গেঞ্জি কারখানার যে চার জন শ্রমিকের হদিশ পাওয়া যাচ্ছিল না তাদের আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিদগ্ধ কারখানার দোতলায় ঝলসানো অবস্থায় পাওয়া গেছে। দমকল আধিকারিকদের অনুমান, অমিত সেন, তপন ঘোষ, তন্ময় ঘোষ এবং স্বরূপ ঘোষ নামের এই চার জন শ্রমিক ভয়ানক অগ্নিকাণ্ডের ফলে বাইরে বের হতে না পেরে এই দুর্ঘটনাটি ঘটেছে। পরিবারকে মৃতদেহ শনাক্ত করার জন্য খবর দেওয়া হয়। শনাক্ত করার পর মৃতদেহগুলো হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আর এরপরই সেই ঝলসানো মৃতদেহগুলোকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
কিন্তু যেখানে রাজ্য জুড়ে লকডাউন চলছে। সেখানে কোনোরকম বিধিনিষেধ না মেনেই চার শ্রমিককে দিয়ে কারখানায় কাজ করানো হচ্ছিল। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।