চয়ন রায়ঃ কলকাতাঃ আর সুপ্রিমকোর্ট উচ্চপ্রাথমিক নিয়োগে হস্তক্ষেপ করল না। প্রধান বিচারপতি টিএম শিবজ্ঞানমের বেঞ্চ ১৪ হাজার ৫২ শূন্যপদে নিয়োগে হস্তক্ষেপ করেনি। অর্থাৎ নতুন মেধাতালিকা প্রকাশে বাধা নেই এসএসসি’র। এর আগে কলকাতা হাইকোর্ট রাজ্যকে উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় ১৪ হাজারের বেশী শূন্যপদে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল।
কিন্তু বেশ কয়েক জন চাকরীপ্রার্থী ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী বলে দাবী তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। ফলে ১৪ হাজার চাকরীপ্রার্থীর নিয়োগ নিয়ে আবার জট তৈরী হয়। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে চাকরীপ্রার্থীরা উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে জটিলতায় আটকে রয়েছেন। ২০২০ সালে উচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল। আবার ২০২৩ সালে হাইকোর্ট প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল। তবে স্পষ্ট করে দেওয়া হয়েছিল, এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না।
Sponsored Ads
Display Your Ads Here
চলতি বছর আগস্ট মাসে হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দেয় যে, “এসএসসিকে উচ্চ প্রাথমিকে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে। আর তার ভিত্তিতে কাউন্সেলিং করে চাকরীতে নিয়োগ করতে হবে।” আদালতের ওই রায়ের ফলে প্রায় আট বছর পরে ১৪ হাজার ৫২ পদে নিয়োগ শুরু করা হয়েছিল। কিন্তু হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়। আর আজ সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়ে জানালো যে, উচ্চ প্রাথমিকে নিয়োগে হস্তক্ষেপ করা হবে না।
Sponsored Ads
Display Your Ads Here