নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ দীর্ঘদিন যাবৎ চাকরী জীবন থেকে বঞ্চিত হয়ে এবার স্বস্তির নিঃশ্বাস ফেললো কোচবিহারের মেখলিগঞ্জের ববিতা সরকার। মেধা তালিকায় নাম থাকলেও পরবর্তীতে সেই নাম হারিয়ে যায়। আর সেখানে শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ কন্যা অংকিতা অধিকারীর নাম নথিভুক্ত হয়ে শিক্ষিকার চাকরী পান।
পরবর্তীতে মেধা তালিকা থেকে ববিতা সরকারের নাম বাদ পড়ে। এরপর তিনি আইনের দ্বারস্থ হন। অবশেষে সৌভাগ্যের জেরে এস এস সি নিয়োগ দুর্নীতি মামলায় ববিতা সরকারের দিকে রায় থাকে। ফলে অংকিতা অধিকারীর চাকরী চলে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
সেই জায়গায় ববিতা সরকার নতুন নিয়োগ পেয়ে আজ সেই ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে যোগদান করলেন। এর পাশাপাশি ববিতা সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “অবশেষে জয় হয়েছে। দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন আন্দোলনে সামিল ছিলাম। আইনের উপর আস্থা ছিল। শেষমশ যোগদান করলাম।”
Sponsored Ads
Display Your Ads Here